Raiganj : জন্মাষ্টমী পালনের উদ্যোগ নবনির্মিত ইসকনেও

আরও পড়ুন

শুধু রায়গঞ্জের মহাত্মা গান্ধী রোডের রাধা গোবিন্দ মন্দিরেই নয়, শুক্রবার রাতে রায়গঞ্জের কান্তনগরের নবনির্মিত ইসকন মন্দিরেও পালিত হবে শ্রীকৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমী ব্রত।
শুক্রবার সন্ধ্যায় ইসকন মন্দিরে উঁকি মারল টাইমস ফোর্টিন বাংলা।

ওই মন্দিরে দেখা গেল শিশুরা শ্রীকৃষ্ণ ঠাকুর সেজে প্রস্তুতিপর্ব চালিয়ে যাচ্ছেন। চলছে ভক্তসমাগম, পাঠ করা হচ্ছে ধর্মীয় গ্রন্থ ভাগবতকে।

উত্তরপ্রদেশের মথুরায় কংস কারাগারে শ্রীকৃষ্ণ ঠাকুরের জন্ম হলেও তা সাড়া দেশজুড়ে ফি বছর মহাসামারহে পালিত হয়ে আসছে দেশের সর্বত্র। বাদ যায়নি রায়গঞ্জের কৃষ্ণভাবনামৃত সংঘ ওরফে ইসকন।
সারাদেশের সঙ্গে সঙ্গে রায়গঞ্জের অসংখ্য ভক্তবৃন্দ রীতিমতো উপোস করে শ্রীকৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমী ব্রত পালনের জন্য ব্রতী হয়েছেন।
এই অঞ্চলের মানুষের মতে- এর ফলে ভাই-এ ভাই-এ হানাহানি বিদ্বেষ মন থেকে উবে যাবে। মানুষ ত্যাগী হতে শিখবেন।

রায়গঞ্জের ইসকন মন্দির থেকে ক্যামেরায় বিশ্বনাথ দাসের সঙ্গে শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close