কোম্পানিগুলির স্বার্থে শাড়ির দাম বাড়ালেও বৃদ্ধি পায়নি কৃষিপণ্যের দাম। আজও কৃষকদের জিনিসের দাম বাঁধতে পারেনি কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রায়গঞ্জের সুপার মার্কেটের দলীয় কার্যালয়ে বসে এমনই মন্তব্য করেছেন সংযুক্ত কিশাণ সভার আহ্বায়ক শুভজিৎ কর্মকার। এদিন কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির সমালোচনা করেন বাম সমর্থিত সংযুক্ত কিশাণ মোর্চা। মঙ্গলবার সংগঠনের জেলা কমিটির তরফে রায়গঞ্জের সুপার মার্কেটে সিটুর জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়।
তবে যেহেতু আগামী ২৬ জানুয়ারি মোদি সরকারের বিরুদ্ধে এজেলায় দুটি ট্রাক্টর ৱ্যালির ডাক দিয়েছে এই সংগঠন। একটি ইসলামপুর মহকুমায় ও অপরটি রায়গঞ্জ মহকুমায় ৱ্যালি হবে। যেখানে অংশ নেওয়ার জন্য সমস্ত কৃষকদের আহ্বান জানিয়েছেন শুভজিৎ কর্মকার। তাই আগামী ২৬ জানুয়ারি রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে বিষয়টি প্রতক্ষ করতে বহু মানুষ যে সমবেত হবেন, তা বলাই বাহুল্য।
ফোর্টিন টাইমলাইন, সুপার মার্কেট, রায়গঞ্জ।