পাবলিক অ্যাকাউন্টস কমিটি(PAC) -র চেয়ারম্যানের পদে মুকুল রায় ইস্তফা দেওয়ায় ওই পদে বসতে চলেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, ওই পদ থেকে অব্যাহতি চেয়ে মুকুলবাবু বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেন। মঙ্গলবার অধ্যক্ষ শ্রী বন্দ্যোপাধ্যায় মুকুল বাবুকে প্রশ্ন করেন- বিধানসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার যে চিঠি পাঠিয়েছে সেই চিঠি তার হাতে লেখা কিনা এবং ওই স্বাক্ষর তাঁর হাতে করা কিনা? উত্তরে মুকুলবাবু জানিয়েছেন-তিনি শারীরিক কারণ এই পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছেন। এরপরই কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করেন বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী গতবছর বিধানসভা নির্বাচনে বিজেপি দলের প্রার্থী হয়ে রায়গঞ্জে জয়লাভ করেন। প্রথা অনুযায়ী বিরোধী দল থেকেই পিএসসি-র চেয়ারম্যান করার রীতি রয়েছে। কৃষ্ণ বাবু পরবর্তীতে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর সঙ্গে মতানৈক্য করে দল থেকে বেরিয়ে যান এবং তৃণমূলে যোগ দেন। কাগজে-কলমে তিনি বিজেপি দলেরই বিধায়ক রয়ে গিয়েছেন। তাই কৃষ্ণ কল্যাণীর নাম মনোনীত হয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় কিন্তু বিজেপি-র টিকিটের জয়লাভ করে কৃষ্ণবাবুর আগেই তৃণমূলে নাম লেখান। সেক্ষেত্রে সৌমেন রায়কে টপকে কৃষ্ণবাবুর পিএসসি-র চেয়ারম্যান হওয়া নিয়ে খুশির হাওয়া বইছে রায়গঞ্জ শহরে।
ফোর্টিন ওয়েব ডেস্ক কলকাতা ও রায়গঞ্জ।