পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে মালদা স্টেশন থেকে আনতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল তাঁর গাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার সাতসকালে মালদা জেলার গাজোলে। তবে দুর্ঘটনার সময় কৃষ্ণবাবু গাড়িতে ছিলেন না। পুলিশি সূত্রে খবর- একটি লরি এসে বিধায়কের গাড়ির পিছনে ধাক্কা মারে। এদিন গাড়িতে থাকা ২ জন আহত হন।
উল্লেখ্য, কৃষ্ণবাবু শুক্রবার রাতে শিয়ালদা স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস নামের রেলগাড়িতে মালদায় ফিরছিলেন। বর্তমানে ওই আহতরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুলিশ। লরিটিকে আটক করা হয়েছে। এদিন বাড়ি ফিরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণবাবু বিজেপি-র নাম না করেই বলেন, বিরোধীরা তাকে হত্যার চেষ্টা করতে গিয়েই নাকি এমন ঘটনা ঘটিয়েছেন।
অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার ভারতীয় জনতা পার্টির সহ-সভাপতি নিমাই কবিরাজ বক্তব্যের শুরুতেই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সেইসঙ্গে এদিন বিধায়কের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার কারণ হিসেবে তৃণমূলের গোষ্ঠীকোন্দল বলে আখ্যায়িত করেছেন।
ফোর্টিন ওয়েব ডেস্ক, রায়গঞ্জ।