Uttar Dinajpur : কুলিক নাট্যোৎসব শুরু রায়গঞ্জে

আরও পড়ুন

দু’দিনব্যাপী কুলিক নাট্যোৎসব শুরু হল রায়গঞ্জের বিধানমঞ্চে। শনিবার সকাল ১১ টা থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপের তরফে এই নাট্যোৎসবটির আয়োজন করা হয়। এই নাট্যোৎসব চলবে আগামী ১৮ ডিসেম্বর, রবিবার পর্যন্ত। শনিবার কুলিক নাট্যোৎসবের কর্মসূচিগুলি ছিল পাড়াভিত্তিক অনুনাটক প্রতিযোগিতা, কাঁচরাপাড়া ফিনিক প্রযোজিত নাটক- দক্ষিণাবর্ত শঙ্খ, জাগরীর ‘মহিলা নাট্যদল’ ঝাঁসি ব্রিগেড-এর প্রথম প্রযোজনা ‘নীলাঞ্জনার বিয়ে’, জাগরী পরিচালিত রায়গঞ্জ শৈশব নাট্য একাডেমির নাট্যানুষ্ঠান, অনুনাটক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ইত্যাদি।

রবিবার বিকেল ৪টেয় জাগরীর ১১ তম বর্ষের স্মরণীকা প্রকাশক-এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর শিলিগুড়ি ইঙ্গিত নাট্যসংস্থার নাটক ‘ত্যাগ’, আয়োজক সংস্থার নাটক রিয়েলিটি শো, ওপার বাংলার ঢাকা বাংলাদেশের নাটক ‘শেখ সাদি’-র মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি হবে।

অর্পিতা গোস্বামী চৌধুরীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close