Raiganj: অবৈধভাবে মাটি কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী

আরও পড়ুন

সরকারি নির্দেশ অমান্য করে নদীপাড় থেকে মাটি কাটার অভিযোগ। এই অভিযোগ ঘিরে ব্যপক উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কান্তনগর এলাকায়। এই এলাকার উপর দিয়েই প্রবাহিত কুলিক নদী।

অভিযোগ, নদী তীরবর্তী এলাকা থেকে অনবরত মাটি কাটার কাজ চলছে। অবৈধ ভাবে পাড় থেকে মাটি কেটে বাঁধ মেরামত করা হচ্ছে। যার ফলে রীতিমতন বাঁধ ভাঙনের আতঙ্কে ভুগছেন এলাকার মানুষজন। সম্প্রতি, রাজ্যে বর্ষা  ঢুকতে চলেছে। প্রসঙ্গত, এই ঘটনায় চিন্তিত স্থানীয় মানুষজন। এভাবে মাটি কাটতে থাকলে বন্যার সময় দ্রুততার সঙ্গে জল ঢুকে পরবে গোটা গ্রামে।

যেখানে সরকারি নিয়ম অনুযায়ী নদী পাড়ের ১০০ মিটারের মধ্যে মাটি কাটা অবৈধ। সেখানে কেন এমনটা করা হচ্ছে প্রশ্ন এলাকাবাসীর। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিএলএলআরও শুভঙ্কর ঝাঁ ও রায়গঞ্জ থানার পুলিশ। তারা মাটি কাটার কাজ বন্ধ করিয়ে দেন। সঙ্গে শ্রমিক সরবরাহকারি ঠিকাদারকে আটকও করা হয়েছে বলে জানা গেছে। কার নির্দেশে এই কাজ করা হচ্ছে তা খতিয়ে দেখছেন তারা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাউন্সিলার তপন দাস বলেন,”এটি পুরসভার আয়ত্বের বাইরে। সঠিক তথ্য দিতে পারবে সেচ দফতর। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন”।

শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close