কন্যাশ্রী-র দশম বর্ষপূর্তিতে একটি মহিলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। শুক্রবার বেলা বারোটায় কর্ণজোড়ার স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে এই প্রদর্শনী ম্যাচটি আয়োজিত হয়। দুই সাব ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা হাতিয়া উচ্চ বিদ্যালয় এবং নন্দঝার উচ্চ বিদ্যালয়ের মহিলা ফুটবল দল এই খেলায় অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত খেলা অমীমাংসিত থাকলেও টাইব্রেকারে জয়লাভ করে নন্দঝার উচ্চ বিদ্যালয়। এদিনের এই প্রদর্শনী ম্যাচটিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মানস কুমার মন্ডল। রাজ্যের সফলতম প্রকল্প কন্যাশ্রীর মেয়েরা যেনও খেলাধুলোয় আরও বেশি করে অংশগ্রহণ করে এবং খেলাধুলো তাদের ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে বলে আশাবাদী তিনি।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।