Malda : সালিসি সভায় গুলি, চাঞ্চল্য এলাকায়

আরও পড়ুন

গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় সালিশি সভার মধ্যেই চলল গুলি! দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন অষ্টম শ্রেণির এক ছাত্র।

সূত্রের খবর , মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হান্না মোহাম্মদপুর গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জখম ওই কিশোরের নাম আলি (১৪)। বাবা মাসিদুর আলি। অভিযুক্ত যুবকের নাম রশিদুল সেখ। রাতেই ঘটনাস্থলে যায় পুরাতন মালদা থানার পুলিশ। মঙ্গলবার ওই গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।তার বাঁ পায়ের হাঁটুর ওপরে গুলি লেগেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি সালিশি সভার মধ্যেই থাকা আরও দু’জন ছুরির আঘাতে জখম হয়েছেন বলে পুলিশি সূত্রে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য , অভিযুক্ত রশিদুল শেখ গত শুক্রবার গ্রামের এক মহিলার বাড়িতে ঢুকে পড়ে। তা নিয়েই মঙ্গলবার রাতে সামাজিকভাবে একটি সালিশি সভা হয়। অভিযুক্ত সহ সমাজের অন্যান্যরা উপস্থিত ছিলেন এই সালিশিতে। সমাজের মধ্যে সালিশি করে অভিযুক্তের চার লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু তা মানতে নারাজ অভিযুক্ত রশিদুল সেখ। সালিশি সভা থেকে উঠে বাড়ি পালাচ্ছিল। সেই সময় অন্যান্যরা তাকে আটকানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময় নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বার করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। তার গুলির আঘাতে এক কিশোর জখম হয়। পায়ে গুলি লেগেছ তার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এমনকি অভিযুক্তর ধারালো অস্ত্রের কোপে দু’জন গুরুতর জখম হন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close