Raiganj : নারীদের সুখে রেখেছেন মমতা : সাবিনা

আরও পড়ুন

বেলুন উড়িয়ে পতাকা নেড়ে মিনি ম্যারাথন এর শুভ উদ্বোধন হল রায়গঞ্জ স্টেডিয়ামে রবিবার সকাল ৬টা বেজে ১০ মিনিটে। এদিনের ম্যারাথনে অংশগ্রহণকারীরা স্থানীয় জেলখানা মোড়-এর সামনে দিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ি মোড় হয়ে পুনরায় রায়গঞ্জ স্টেডিয়ামে ফিরে আসেন। এদিন উত্তরবঙ্গ উন্নয়ণ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন শুরুতেই উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। পশ্চিমবঙ্গ সরকার ১১ বছর পূর্তি উপলক্ষে রায়গঞ্জে এসে বলেন- মা মাটি মানুষের সরকার, মায়েদের সরকার, মেয়েদের সরকার। যেখানে মায়েরা ভালো থাকবেন,সেখানে সন্তানেরা ভালো থাকবে। ভালো থাকবে সন্তানদের ভবিষ্যত। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ১১ বছরের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় নারী-স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে। নারীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ রাজ্যের নারীদের ভালো রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের কন্যাশ্রী, রূপশ্রী সহ ৬৮টি প্রকল্পে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন। উত্তরবঙ্গ উন্নয়ণ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা আর কি কি বলেছেন শুনব-

এদিনের অনুষ্ঠানে কতদিন আসলে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার-সহ বিভিন্ন সরকারি আধিকারিক। অন্যদিকে, মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালপোখর-এর বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা বিষয়ক উন্নয়নমন্ত্রী গোলাম রব্বানী, বিধায়ক করণদিঘি বিধায়ক গৌতম পাল, হেমতাবাদ-এর বিধায়ক সত্যজিৎ বর্মন, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, ইসলামপুরের পুরপিতা কানাইলাল আগরওয়াল, রায়গঞ্জের পুরপিতা সন্দীপ বিশ্বাস, উপ-পুরপিতা অরিন্দম ওরফে গোরা সরকার প্রমুখ।

 

Fourteen Time Line, Raiganj

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close