রাত পোহালেই মিনি ম্যারাথন রায়গঞ্জে, থাকছেন মহিলারাও

0
131

রবিবার রাত পোহালেই শুরু হচ্ছে ওয়াকথন এবং মিনি ম্যারাথন প্রতিযোগিতা। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন- পশ্চিমবঙ্গ সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলার ন’টি ব্লকেই নানান কর্মসূচির আয়োজন করেছে জেলা ও ব্লক প্রশাসন।

তারই অঙ্গ হিসেবে আগামীকাল, রবিবার ভোর পাঁচটায় রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলাশাসক শ্রী মিনা। তিনি বলেন, এদিনের অনুষ্ঠানকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যার মধ্যে রয়েছে সিনিয়র সিটিজেন বা বরিষ্ঠ নাগরিক, ওমেন ক্যাটাগরি,যেখানে নারী এবং মহিলাদের উৎসাহিত করার জন্য একটি বিভাগ রাখা হয়েছে, সর্বোপরি দৌড়বিদদের অংশগ্রহণের জন্যও সুব্যবস্থা থাকছে। এদিন ভোর পাঁচটায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করার জন্য সর্বাধিক সংখ্যক জেলাবাসীকে রায়গঞ্জ স্টেডিয়ামে এবং শহরের সড়কের দু’পাশে উপস্থিত হওয়ার আহ্বান জানান জেলাশাসক। সূত্রের খবর- এদিন সকাল ছ’টায় রায়গঞ্জ স্টেডিয়াম থেকে তিন দফায় অংশগ্রহণকারীরা স্থানীয় শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। পরে পুনরায় রায়গঞ্জ স্টেডিয়ামেই তারা ফিরে আসবেন। এমন খবরে উৎসাহিত জেলা সদরের মানুষ। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা আর কি কি বলেছেন শুনব-