পাবলিক একাউন্টস কমিটি-র চেয়ারম্যান পদে কৃষ্ণ কল্যাণী-র বসা নিয়ে মন্তব্য করায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রায়গঞ্জে। প্রসঙ্গত,শনিবার বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রায়গঞ্জের বিধায়কের গাড়ি দুর্ঘটনার কবলে পড়া প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন, পিএ সি-র চেয়ারম্যান-পদে কৃষ্ণ কল্যাণী বসার অযোগ্য। আর এতদিন এই পদে দেখা যেত বাঙালিদের। আর এখন এই পদে বসানো হয়েছে মাড়োয়ারিকে। এই নিয়ে সোমবার রায়গঞ্জের মাড়োয়ারি ভবনে ‘রায়গঞ্জ মাড়োয়ারি সমাজ’ নামের একটি সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাদের দাবি, এবারে বাঙ্গালি ও মাড়োয়াড়িদের মধ্যেও বিভেদ সৃষ্টি করতে চাইছেন সুকান্ত মজুমদারেরা। এই নিয়ে ক্ষুব্ধ মাড়োয়ারি সমাজ। তারা সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে বলেন। নইলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারী দিয়েছেন। অন্যদিকে, রবিবার-ই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক ও পিএসি-র চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী।
পাশাপশি বিজেপি-র উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি নিমাই কবিরাজ বলেন, এ বিষয়ে যা বলার বিজেপি রাজ্য সভাপতিই বলবেন। শুনুন তাঁর প্রতিক্রিয়া- তবে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি দুর্ঘটনা সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বে বিজেপি-র রাজ্য সভাপতির মন্তব্যে যে রাজনৈতিক তরজা জমে উঠেছে তা বলাই বাহুল্য।
ফোর্টিন ওয়েব ডেস্ক, রায়গঞ্জ।