সাংবাদিক নিগ্রহের ঘটনায় পুলিশকে শুধরে নেওয়ার পরামর্শ দিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী। যারা সাংবাদিকদের ওপর হামলা করেছেন তাদের কঠোরতম শাস্তির জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন বিধায়ক কৃষ্ণবাবু। শ্রী কল্যাণী সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে বলেন- এখনো যেহেতু কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়নি অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন কৃষ্ণবাবু। রবিবার দুপুরে উত্তরদিনাজপুর প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আক্রান্ত হওয়ায় ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। বিধায়ক জানিয়েছেন, সাংবাদিকদের নানান প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়। একই সঙ্গে রায়গঞ্জ থানার পুলিশের ভূমিকার ক্ষোভ প্রকাশ করেন। সোমবার রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানাবেন। বিধায়ক কৃষ্ণবাবু কি বলেছেন শুনুন-
একই কথার পুনরাবৃত্তি করেছেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। মোশারফবাবু কি বলেছেন শুনব-
উল্লেখ্য, গত ১৫ জুন, বুধবার রায়গঞ্জের কাচিমোহা গ্রামে সংবাদ সংগ্রহে গিয়ে উত্তর দিনাজপুর জেলার এবিপি আনন্দর সাংবাদিক সুদীপ চক্রবর্তী-সহ ৫ জন আক্রান্ত হন। পরবর্তীতে রায়গঞ্জ থানার পুলিশ লঘু ধারা দিয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল দেবব্রত রায়কে রায়গঞ্জ আদালত থেকে জামিন পেতে সহায়তা করে। এমন নিন্দনীয় ঘটনার পর রায়গঞ্জ বার অ্যাসোসিয়েশনের প্রবীণ আইনজীবীদের একাংশ ‘অন্যায় হ’ল’ বলে মন্তব্য করেন। পুলিশ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করল বলে গর্জে ওঠেন সমগ্র উত্তর বাংলার সংবাদ প্রতিনিধিরা। তারা এ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত ‘প্রতিবাদ পত্র’ পাঠিয়েছেন। এরপরই অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে সাসপেন্ড করা হয়। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন।