ইসলামপুরের মুনলাইট ক্লাবের তাজিয়া তৈরি করছেন হিন্দু শিল্পী। এই মহরমকে কেন্দ্র করে ইসলামপুরে প্রতি বছর ক্লাবগুলিতে কিছু না কিছু আকর্ষণীয় তাজিয়া থাকে। তাই এবারও মহরম-এ ইসলামপুর মুনলাইট ক্লাব আকর্ষণীয় তাজিয়া বানাতে যাচ্ছে। রাজ্য সরকারের দ্বারা পুরস্কৃত কলকাতার সুদক্ষ আর্টিস্ট প্রেম বন্দ্যোপাধ্যায় ইসলামপুরে প্রথম তাজিয়া বানাতে যাচ্ছেন। কলকাতা শোভাবাজারের বাসিন্দা হচ্ছেন এই প্রেম বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক কারবালা ময়দানের আদলে তৈরি হচ্ছে এই তাজিয়া। এছাড়া আরও সর্ব সাধারন মানুষের জন্য থাকছে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। প্রতিবছর এই ক্লাবের আখড়া ও মিছিলে থাকে হিন্দু মুসলিম যৌথভাবে হাজির হয়। এবং প্রতি বছর শান্তি শৃঙ্খলা বজায় রাখার কারনে প্রশাসনিক তরফ থেকে এই ক্লাবকে পুরস্কৃত করা হয়। এই ক্লাবের সম্পাদক জুলফেকার আহমেদ (জুলফু) ও ক্লাবের সভাপতি মোঃ আফরোজ আলম জানান-প্রতিবছর আমরা আকর্ষণীয় তাজিয়া তৈরি করার চেষ্টা করি। এছাড়া আমরা মুনলাইট ক্লাবের পক্ষ থেকে সারা বছর কিছু না কিছু সামাজিক কাজকর্ম করে থাকি। আর্টিস্ট প্রেম বন্দ্যোপাধ্যায় ১৫ দিন যাবৎ মুনলাইট ক্লাবের তাজিয়া তৈরি করার কাজ করছেন । তিনি বিভিন্ন ধরনের কাজের জন্য বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন বলে জানান।
ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।