ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে আদালতে যাওয়ার উদ্যোগ নিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী। তিনি বলেন এম এল এ-রা ভিডিও কে ধরে জেতা সিটগুলিকে হারিয়ে দিয়েছেন। রায়গঞ্জের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি-র জেতা প্রার্থীকে কারচুপি করে হারিয়ে দেওয়ার অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সুশীল দাসের অভিযোগ, এদিন ভোট গণনা শেষে তাকে ৬০ ভোটে বিজয়ী হিসেবে তাকে ঘোষণা করা হয়। কিন্তু সার্টিফিকেট দেওয়ার কথা বললেও পুনর্গণনার নাম করে করে তাকে প্রায় ৭০ ভোটে হারিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে সরব হন তিনি।
প্রতিবাদ জানাতে গেলে তাকে হেনস্থা করে গণনাকেন্দ্র থেকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় পূর্ণাঙ্গ বিবরণ জানিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে শুধু রায়গঞ্জ ব্লকেই নয়, উত্তর দিনাজপুর জেলা জুড়ে এইভাবে গণনাকেন্দ্রে কারচুপি চলছে বলেও অভিযোগ তুলে সরব হন তিনি।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশ্বনাথ দাস-এর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।