রায়গঞ্জের বাসিন্দা, প্রখ্যাত ঔপন্যাসিক, কবি-সাহিত্যিক, প্রাক্তণ সাংবাদিক, অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক দেবেশকান্তি চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলা বইমেলার মিটিং-এ ডাক পেয়ে যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। বর্তমানে তিনি শিলিগুড়ির “সঞ্জীবনী নিউরো এন্ড মাল্টি স্পেশালিটি হসপিটাল(Sanjeevani Neuro & Multi Speciality Hospital)” নামের একটি চিকিৎসা প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন। চিকিৎসক অমিতাভ মিশ্রের অধীনে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন। চিকিৎসকের কথায়- ধৈর্য সহকারে চিকিৎসা চালিয়ে যেতে হবে। দৈনিক চিকিৎসাব্যয় সামলাতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। দেবেশবাবুর মেয়ে শ্রাবণী চক্রবর্তী (বুল্টি) তাঁর বাবার চিকিৎসার জন্য সকলের কাছে আর্থিক সহায়তার জন্য মানবিক আবেদন রেখেছেন।
*Google Pay/PhonePe +918016676529 (দেবেশবাবুর মেয়ে শ্রাবণী ওরফে বুল্টির নম্বর) এই নম্বরে টাকা পাঠাতে পারেন সকলের প্রিয় গুণী মানুষটির সুস্থতার জন্য।
পরম করুনাময় ঈশ্বরের কাছে আবেদন – তিনি দ্রুত আরোগ্য লাভ করে সকলের মাঝে ফিরে আসুন