শুক্রবার শ্রীমত স্বামী নিত্যানন্দ প্রভূর ৫৫০ তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে রায়গঞ্জ ইস্কন মন্দিরে শুরু হল পুজো, নাম সংকীর্তন।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে নানাবিধ কর্মসূচি শুরু করেছে ইস্কন মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয় অধিবাসের অনুষ্ঠান। এরপর শুক্রবার সকাল থেকে পুজো-পাঠ, নাম- সংকীর্ত্তন-সহ ভোগ বিতরণ করা হয়। রায়গঞ্জ ইস্কন মন্দিরের পক্ষে সম্পাদক মদন সরকার বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রভুর শুভ আবির্ভাব দিবস উপলক্ষে রায়গঞ্জ ইস্কন মন্দিরে শুরু হয় পুজো-পাঠ। দুপুরে ঠাকুরকে রাজ ভোগ নিবেদন করা হয়। এছাড়াও কমপক্ষে ১ হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণের বন্দোবস্ত করা হয়।
প্রসঙ্গত, গত বছর রায়গঞ্জে মন্দির প্রতিষ্ঠার পর থেকে কৃষ্ণ ভক্তরা নিয়মিত হরিনাম শ্রবণ করতে যাচ্ছেন। সেই সঙ্গে অংশ নিচ্ছেন পুজো-পাঠ এবং আরতিতে। এর ফলে মানুষের মধ্যে সদ্ভাৱনাবোধ জাগ্রত হবে বলে ধারনা এলাকার মানুষের।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।