ভারতের এবার স্বাধীনতার ৭৫ বছর পালিত হবে সোমবার। এহেন মহোৎসব উপলক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনএসএস-এর পক্ষ থেকে পথ মিছিলের মাধ্যমে সাধারণ মানুষদের হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দেয় এনএসএস-এর পড়ুয়ারা। তারা “হার ঘার তিরঙ্গা” শ্লোগানে পথ মিছিল করে।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।