প্রসূতির মৃত্যুতে নার্সিংহোম ভাঙচুর রায়গঞ্জে, চিকিৎসায় গাফিলতির অভিযোগে থানায় এজাহার, তদন্তে পুলিশ

আরও পড়ুন

শনিবার দুপুরে রায়গঞ্জের একটি নার্সিংহোমে এক প্রসূতির মৃত্যুর ঘটনার পর উত্তাল হয়ে উঠল শহরের পূর্ব কলেজপাড়ার ইন্দিরা কলোনী চত্বর। মূলত চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে এদিন বিকেলে রায়গঞ্জের পূর্ব কলেজ পাড়ার ইন্দিরা কলোনিতে অবস্থিত স্টার নার্সিংহোম-চত্বরে ভিড় করেন মৃতার পরিবারের সদস্যরা। প্রথমে শুরু হয় বচসা, এর পর গ্রহণযোগ্য উত্তর না পেয়ে রোগী মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ পরিবারের সদস্যরা নার্সিং হোমে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ।

খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নার্সিং হোম সূত্রের খবর- মৃতার নাম রিয়া কর্মকার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার প্রান্তিক ব্লক কুশমন্ডিতে। পরিবার সূত্রের খবর- প্রসব যন্ত্রনা নিয়ে শুক্রবার সংশ্লিষ্ট নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন রিয়া। রাতেই একটি ফুটফুটে সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের অভিযোগ- কার্যত শিশু জন্ম দেওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল রিয়ার। দেখা দিয়েছিল তীব্র শ্বাসকষ্টও। বারংবার চিকিৎসক এবং নার্সদের ডাকা হলেও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা মেলেনি বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে মৃত্যু হয় ওই প্রসূতি রিয়ার। এরপরেই ক্ষুব্ধ পরিবারের সদস্যরা নার্সিং হোমটিতে তান্ডব চালায় বলে অভিযোগ। খবর পেয়েই রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিং হোম কর্তৃপক্ষ। তাদের পালটা বক্তব্য- চিকিৎসকদের নির্দেশ মতো প্রয়োজনীয় ওষুধ রোগীকে দিতে দেননি পরিবারের সদস্যরা। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়েছিল ওই রোগীনিকে। এই ঘটনায় নার্সিংহোম কতৃপক্ষের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। পুলিশ অবশ্য সবদিক-এ খতিয়ে দেখছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close