Raiganj : সরকারি বিদ্যালয়ে দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন

আরও পড়ুন

শারদীয়ার প্রাক্কালে “নির্মল বিদ্যালয় পাক্ষিক”-২০২২ কে সাফল্য মন্ডিত করে তুলতে এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাঁতের সমস্যার সমাধানে মঙ্গলবার পার্বতীদেবী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি শিবিরের আয়োজন করা হয়। পার্বতীদেবী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় ও ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বিশেষত দন্ত পরীক্ষা শিবিরের আয়োজিত হয়।

সূত্রের খবর, এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ মেঘনা চন্দ। শারীরিক ও দাঁতের সমস্যা রয়েছে এমন প্রায় ৮০ জন ছাত্র-ছাত্রীদের পরীক্ষা করা হয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। এই শিবিরে উপস্থিত সকল অভিভাবকদের জন্যে ডাঃ মেঘনা চন্দ পড়ুয়াদের দাঁতের জন্য কি কি বিষয়ে সচেতন থাকা উচিৎ সে বিষয়ে আলোচনা করেন। এদিন এর এই শিবিরকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী-সহ অভিভাবকদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close