মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মঙ্গলবার কর্ণজোড়া অডিটোরিয়াম হলে জেলা ভিত্তিক লোকশিল্পীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ও উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি কবিতা বর্মন, অতিরিক্ত জেলাশাসক হসিন জেহুরা রিজভী-সহ আরও অনেকেই। প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীদের সমাগম ছিল চোখে পড়ার মতো।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।