উন্নত মানের খাবার পরিবেশনের লক্ষ্যে আস্ত একটি রেস্তোরাঁ খুলে ফেলল রায়গঞ্জের স্বনামধন্য স্বর্ণালংকারের প্রতিষ্ঠান ওরিয়েন্ট জুয়েলার্স। তারা এই প্রতিষ্ঠানটির নাম দিয়েছে “ওরিয়েন্ট কিচেন”। মাত্র ক’দিন আগে ‘সেভেন হেভেন’ নামের একটি গরম কেকের দোকান খুলেছেন। সেই নাম ইতিমধ্যেই রায়গঞ্জ শহরের মানুষের মুখোমুখে।
ওরিয়েন্ট কিচেন-এ মিলবে হাতে গরম ইন্ডিয়ান, চাইনিজ এবং তন্দুরি ডিশ। রায়গঞ্জ ইনস্টিটিউট-এর দোতলায় এই প্রতিষ্ঠান খোলা হয়েছে। দৈনিক তা খোলা থাকবে বেলা ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত। সুযোগ থাকছে হোম ডেলিভারিরও।
রায়গঞ্জে প্রথম ‘ফাইন ডাইন’ অর্থাৎ ভালো খাবারের রেস্তোরাঁ খোলা হ’ল বলে সংস্থা সূত্রের খবর। তবে উন্নত মানের খাবার পরিবেশিত হলে ভোজন রসিক মানুষ যে সংশ্লিষ্ট রেস্তোরাঁতেই পরিচ্ছন্ন খাবারের জন্য আকৃষ্ট হবেন, তাতে কোনও সন্দেহ নেই।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।