Raiganj : ওরিয়েন্টের রক্তদান শিবির শনিবার

আরও পড়ুন

স্বর্গত বিমল ঘোষ-এর স্মৃতির উদ্দেশে একটি বড় মাপের রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে রায়গঞ্জের ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি।

আগামী শনিবার বেলা ১১ টায় রায়গঞ্জের নট্টপাড়ায় এমন শিবির অনুষ্ঠিত হতে চলেছে। ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি-র সম্পাদক বিপ্লব ঘোষ ‘টাইমস ফোর্টিন বাংলা’-কে এ খবর জানিয়েছেন। স্থানীয় ‘মুক্তির কান্ডারী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় তারা রক্তদান শিবির অনুষ্ঠিত করতে চলেছেন। ওরিয়েন্ট পরিবারের সদস্যরা ছাড়াও স্বেচ্ছা রক্তদাতারাও এদিন রক্তদান করতে পারবেন বলে চ্যারিটেবল সোসাইটি সূত্রে জানা গেছে।

 

Fourteen Time Line, Uttar Dinajpur

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close