রায়গঞ্জ শহরের মূল কেন্দ্র মোহনবাটি এলাকার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম লুটের চেষ্টা করা হল। রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাঙ্কের তরফে রায়গঞ্জ থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
সূত্রের খবর, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রায়গঞ্জ শাখায় সোমবার রাতে কিছু দুস্কৃতী এটিএম কাউন্টারের ভিতরে ঢুকে সমস্ত সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মঙ্গলবার সকালে গ্রাহকরা এটিএম-এ টাকা তুলতে এসে ঘটনাটি দেখতে পান। গ্রাহকরা বিষয়টি দ্রুত ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজরে আনেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ খবর পেয়ে এটিএম পরিদর্শনে আসেন। পুরো পরিস্থিতি খতিয়ে দেখার পরই রায়গঞ্জ থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় এধরনের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতীরা এটিএম লুট করার জন্যই এসেছিল। পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় মানুষের বক্তব্য- যদি মোহনবাটির মতন ব্যস্ততম এলাকায় এটিএম লুটের চেষ্টা করা হয়, তাহলে মানুষের নিরাপত্তা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে!
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।