Raiganj : হাসপাতালের সামনে মেলা! দুর্ঘটনার অপেক্ষায় মানুষ

আরও পড়ুন

রায়গঞ্জ স্টেডিয়ামে বেসরকারি বিনোদন মেলা চলায় রাস্তায় যানজটের শিকার পথচারীরা। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে স্টেডিয়াম মাঠে মেলা বসার কারনে যানজটের সৃষ্টি হওয়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ফলে হাসপাতালে আসা অ্যাম্বুলেন্সকেও দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে।

সূত্রের খবর, প্রতিদিন বিকেলের পর থেকে হাসপাতাল রোডে সারি-সারি গাড়ি দাঁড়িয়ে থাকে। ফলে যারপর নাই সমস্যার সম্মুখীন হতে হয় পথচারীর পাশাপাশি অ্যাম্বুলেন্স-এ আসা রোগীদের। শুধু তাই নয়, হাসপাতাল ও স্টেডিয়ামের মাঝের ঘেরাটোপের মধ্যে থাকা রাস্তাকেই মেলার পার্কিং জোন হিসেবে ব্যবহার করা হচ্ছে। বেআইনিভাবে গাড়ি পার্কিং লট হিসেবে প্রশাসনের নজরদারির অভাবে হাসপাতালের ভেতরেই সারি-সারি গাড়ি, বাইক, সাইকেল, রিকশ, টোটো দাঁড়িয়ে থাকায় মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালেরই রাস্তা দিয়ে চলাচলে ব্যাহত হচ্ছে অ্যাম্বুলেন্স-সহ অন্যান্য চিকিৎসা পরিষেবা।

প্রসঙ্গত, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাদের এই বিষয়টি সম্পর্কে জানা নেই। বিষয়টি নিয়ম মেনে হচ্ছে না। রায়গঞ্জ মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সভাপতি কানাইয়ালাল আগরওয়াল হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ প্রশাসনকে এবিষয় সম্পর্কে জানাবেন বলে জানিয়েছেন।

প্রশাসনের উদাসীনতায় রীতিমত হতভম্ব হয়ে পড়েছে শহরবাসী। হাসপাতালের রাস্তাকে ঘিরে এহেন অরাজকতায় রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের একটাই দাবি, অবিলম্বে প্রশাসন এব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহন করুক, অন্যথায় যেকোনও মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়াও অসম্ভব নয়। দূর-দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয় পরিজন এবং অ্যাম্বুলেন্স চালকেরা বলেন, স্টেডিয়ামে মেলা চলার কারনে মুমূর্ষু রোগীদের নিয়ে চলাচল করাই দুর্বিষহ হয়ে উঠেছে। যে কোনও সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে রোগীদের। অন্যদিকে,উত্তর দিনাজপুর জেলার সর্ববৃহৎ সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে বেআইনিভাবে পার্কিং জোন খুলে তার পরিবর্তে রীতিমতো টাকা তুলছেন এলাকার কিছু অসাধু মানুষ। তাদের বিরুদ্ধেও কড়া পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শহরবাসী।

ক’দিন আগেই বণিক সভার সম্মেলনে রায়গঞ্জের পুর-প্রসাশক সন্দীপ বিশ্বাস জানিয়েছিলেন- উত্তর দিনাজপুরের জেলা সদরে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহন। তাই এমন একটি সংকীর্ণ সড়কের পাশে মেলার অনুমতি দেওয়া বন্ধ রাখাটাই শ্রেয় বলে মনে করছেন রায়গঞ্জের শান্তিকামী মানুষ।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close