বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মতিথি পালিত হল রায়গঞ্জের উকিল পাড়ার টাউন ক্লাব ময়দানের সঞ্জীবনী যোগ শিবিরে। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ সরকার। সংস্থার পক্ষ থেকে স্বাগত ভাষণ দেন সংশ্লিষ্ট সংগঠনের সম্পাদক তপন সাহা। এদিন অনুষ্ঠানের শুরুতে মূল্যবান বক্তব্য রাখেন উপস্থিত যোগ শিবির সদস্য দীপক কুমার রায় ও যাদব চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কমল সাহা, বিবেক সাহা, জয়দেব ঝা প্রমূখ। এদিনের অনুষ্ঠানে দু’জন নৃত্যশিল্পী রবীন্দ্রনৃত্য পরিবেশন করেছেন এঁরা হলেন – অন্বেষা থোকদার এবং জাহ্নবী দত্ত।
এদিন কবিতা ও গানে অংশগ্রহণ করেছেন লিপিকা খান, চন্দনা রায়, বুলবুল রায়, তপন রায়, যাদব চৌধুরী, তমালিকা-সহ মোট ২৪ জন যোগ শিবির সদস্য। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অর্পিতা গোস্বামী চৌধুরী । তবে যোগ শিবির এর পাশাপাশি কবি প্রণাম অনুষ্ঠান -টি সঞ্জীবনী যোগ শিবিরের পালকে নতুন মাত্রা যোগ করল।
Fourteen Time Line, Raiganj