Uttar Dinajpur: শহরের দুর্ঘটনা হ্রাসে পুলিশি নজরদারি চলল রায়গঞ্জে

আরও পড়ুন

দুর্ঘটনা কমাতে রায়গঞ্জ শহর জুড়ে পুলিশী অভিয়ান। ট্রাফিক আইন লঙ্ঘন করে গাড়ি চলানোর অভিযোগে বেশ কিছু গাড়ি চালককে আটক করা হয়। মোটর ভেহিক্যালস আইন অনুযায়ী গাড়ি চালকদের জরিমানাও করা হয়।

ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি চালানোয় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। মূলত রাত্রিতেই এই দুর্ঘটনার সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। রাজ্য সরকারের ট্রাফিক দফতর রাজ্য জুড়ে শুরু হয়ে রোড সেফটি ইউক। এই সপ্তাহে গাড়ি চালক হেলমেট পড়ে মোটরবাইক চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, গাড়ি চালালে সিট ব্লেট লাগানো বাধ্যতামূলক। গাড়ি চালকদের এই বিষয়গুলি সচেতন করবে ট্রাফিক পুলিশ। উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই সচেতনতা প্রচার শুরু করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার রাতে রায়গঞ্জের ঘড়ি মোড়ে রায়গঞ্জ থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ যৌথ অভিযান নামে। দ্রুত গতিতে মোটরবাইক চালানো, মাদ্যপ অবস্থায় মোটর বাইক চালকদের পুলিশ আটক করে জরিমানা করে। ট্রাফিক পুলিশ আধিকারিকের দাবি- দুর্ঘটনার হাত থেকে মানুষকে রেহাই দিতেই তাদের এই অভিযান।এই অভিযান লাগাতার চলবে বলে জানা গেছে।

রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে উত্তম পাল ও শঙ্কর রায়চৌধুরীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close