আগামীকাল,শুক্রবার সকালে আড়াই ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকা। এগুলি হল- রায়গঞ্জের রমেন্দ্রপল্লি, শক্তিনগর, মোদক পাড়া, এলআইসি মোড়, দেহশ্রী মোড়, ভাঙ্গা রোড ও তার সন্নিহিত এলাকায়। শুক্রবার সকাল সাড়ে ছ’টা থেকে বেলা ন’টা পর্যন্ত সাকুল্যে আড়াই ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। মূলত রায়গঞ্জ ৩১১ কেভি ফিডারে উন্নত রক্ষণাবেক্ষণের জন্য এই কাজ করবে ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের রায়গঞ্জ অফিস৷
সাইট সীমাবদ্ধতার উপর নির্ভর করে শাটডাউন-এর সময় পরিবর্তিত হতে পারে।
তবে আবহাওয়া প্রতিকূল হলেও কর্মসূচির পরিবর্তিত হতে পারে। এমন অসুবিধের জন্য দুঃখ প্রকাশ করেছেন ডব্লুউ বি এস ই ডি সি এল- এর সহকারি বাস্তুকার (কারিগরি)।
আগের দিন রাতে মোটরের মাধ্যমে জল তুলে রাখার জন্যই এমন ঘোষণা করা হয় বলে জানা গেছে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।