আগামীকাল, রবিবার সকাল সাড়ে ৬ টা থেকে সকাল সাড়ে ৭ টা পর্যন্ত রায়গঞ্জের ছ’টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ থাকবে। বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড বা ডব্লিউ বি এস ই ডি সি এল-এর রায়গঞ্জ বিভাগের সহকারী বাস্তুকার (কারিগরী) একটি বিজ্ঞপ্তি দিয়ে এমন খবর জানিয়েছেন। এই এলাকাগুলি হ’ল- রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে সুদর্শনপুর, চন্ডিতলা, উদয়পুর, বোগ্রাম, কর্ণজোড়ার ডিএম বাংলো এবং বিভিন্ন সরকারি কার্যালয়ে বিদ্যুৎ না থাকার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। তবে আবহাওয়া প্রতিকূল হলে কর্মসূচির পরিবর্তন হতে পারে। পাশপাশি সাইট সীমাবদ্ধতার উপর নির্ভর করে শাটডাউন সময় পরিবর্তিন হওয়ার কথাও জানিয়েছেন ওই আধিকারিক।
অন্যদিকে গ্রাহকদের বক্তব্য, শুধু গমের ব্যাঘাত ঘটানো ছাড়া সাত সকালে মাত্র এক ঘন্টার জন্য বিদ্যুৎ বিভ্রাটে কারোর সমস্যা হওয়ার কথা নয়। তবে গরমের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবাই প্রার্থনা করেছেন মানুষ।
ফোর্টিন ওয়েবডেস্ক, রায়গঞ্জ।