হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের উদ্যোগে আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে রায়গঞ্জ কুলিক পাখিরালয়ের অন্তর্গত আব্দুলঘাটা উপবনে শনিবার থেকে শুরু হল তিনদিন ব্যাপী ১২তম প্রকৃতি পাঠ শিবির।
সূত্রের খবর, এদিন শুরু হওয়া এই শিবির উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে আব্দুলঘাটা উপবনটি। শিবিরের ম্যানেজার সুজয় ভৌমিক জানান জেলার বিভিন্ন অংশের ৪২ জন ট্রেনী এই শিবিরে অংশ নিয়েছে। পতাকা উত্তোলনের মাধ্যমে এই শিবিরের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ড. পীযুষ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুররসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পাখিরালয় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।