Raiganj: খবর সংগ্রহে গিয়ে কনস্টেবল এর হাতে আক্রান্ত সংবাদ মাধ্যম

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে রায়গঞ্জে আক্রান্ত সংবাদ মাধ্যম(Press)। মেরে মাথা ফাটিয়ে দিল এবিপি আনন্দ-র সাংবাদিক সুদীপ চক্রবর্তীকে। আহত আরও বেশ কয়েকজন সাংবাদিক। ব্যাপক উত্তেজনা রায়গঞ্জের বাজিতপুরে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। আটক করা হয় দেবব্রত রায় নামের এক অভিযুক্তকে। দেবব্রত শিলিগুড়ি পুলিশ কমিশনারেট-এ কর্মরত রাজ্য পুলিশের কনস্টেবল। গুরুতর আহত সাংবাদিক সুদীপ চক্রবর্তীর মাথার সিটি স্ক্যান করা হয়েছে। সাংবাদিক সুদীপবাবুকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন সাংবাদিক সুনীতেন্দ্রনাথ সরকার ওরফে সুমন । তার ঘাড়ে ধাতব বস্তু দিয়ে আঘাত করেছেন পুলিশ কনস্টেবল দেবব্রত। এদিকে সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়ার খবর শুনেই হাসপাতালে ছুটে আসেন রায়গঞ্জ পুরসভার উপ-প্রশাসক অরিন্দম ওরফে গোরা সরকার, পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অসংখ্য মানুষ।

উল্লেখ্য,টেট দুর্নীতির মামলায় রাজ্যের ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের মধ্যে উত্তর দিনাজপুর জেলারও ৪০ জন প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করে হাইকোর্ট। বুধবার টেট দুর্নীতির এই খবর সংগ্রহ করতে রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামে যান রায়গঞ্জ জেলা সদরের ১১ জন সাংবাদিক। অভিযোগ, দেবব্রত রায় বাবা ঋষিকেশ রায় নামের এক যুবক প্রাথমিক স্কুলে চাকরির জন্যও টাকা দিয়েছিলেন বলে অভিযোগ। পরে যদিও তিনি পুলিশের চাকরি পেয়ে যান। কিন্তু টেট দুর্নীতির এই চাকরি দেওয়ার প্রতারণাচক্রের পান্ডাদের কাছ থেকে টাকা ফেরতের চেষ্টা করছিলেন বলে খবর। তার-ই তথ্য সংগ্রহে গেলে দেবব্রত রায় ও তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের ওপর চড়াও হন। এবিপি আনন্দের সাংবাদিক সুদীপ চক্রবর্তী ছাড়াও আহত হন সাংবাদিক সুনীতেন্দ্র নাথ রায়, সাংবাদিক অভিষেক সরকার এবং সাংবাদিক রুপক ঘোষ। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তারা অভিযুক্ত পুলিশ কনস্টেবল দেবব্রত কে ধরে এনেছে। এদিকে বাজিতপুরে ছুটে যান উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সম্পাদক অলিপ মিত্র, সভাপতি অমিত সরকার সাংবাদিক ভবানন্দ সিংহ নান্টু দে, উত্তম পাল, উজ্জ্বল দাস, কৌশিক সেন, গৌতম পাল-সহ অন্যান্য সাংবাদিকেরাও। অপরদিকে গুরুতর আহত সাংবাদিক সুদীপ চক্রবর্তী- সহ সুমন রায়-কে ভর্তি করানো হয়েছে ।এদিকে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার ঘটনার তীব্র নিন্দা করেছেন।

ওয়েব ডেস্ক, রায়গঞ্জ

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close