Raiganj : অভিযুক্তের জামিনে সহায়তা করায় থানার বিরুদ্ধে পথসভা সাংবাদিকদের

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের কাছিমোহায় সাংবাদিকদের ওপর আক্রমণকারীকে জামিন পেতে সাহায্য করায় রায়গঞ্জ থানার বিরুদ্ধে পথসভা করলেন রায়গঞ্জ মহকুমার সাংবাদিকরা। শনিবার বেলা ১২টা নাগাদ স্থানীয় ঘড়িমোড়ে এই পথসভার আয়োজন করে উত্তর দিনাজপুর প্রেসক্লাব। পূবঘোষিত সিদ্ধান্ত মেনে তারা বেলা ১২টা থাকে ১টা পর্যন্ত প্রতীকী কলম, ক্যামেরা লোগো-বুম ধর্মঘট পালন করেন। এরপর একে একে বক্তব্য রাখেন সাংবাদিক গৌতম পাল, সুনীল চন্দ, ভবানন্দ সিংহ, রাধামাধব সাহা, শান্তনু চট্টোপাধ্যায় প্রমুখ। এদিন দেখে নেব তারই এক ঝলক-

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close