উত্তরবঙ্গেও সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ-র সমর্থনে জনসভা করতে উদ্যোগী হচ্ছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাবুলাল বালা। তার কথায়- সি এ নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। তাছাড়া দেশভাগের জন্য অবিভক্ত ভারতের নাগরিকেরা দায়ী নয়। পাঞ্জাব বিভক্ত হওয়ার ফলে ওই রাজ্যের নাগরিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল জহরলাল নেহরুর আমলেই। শুধু বঞ্চিত হয়েছিলেন বাংলার মানুষ। অধ্যাপক বাবুলাল বালা রায়গঞ্জের কলেজপাড়ার নিজ বাসভবনে বুধবার বিকেলে একটি সাংবাদিক সম্মেলনে এমন খবর জানিয়েছেন। তিনি আরও বলেন, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। তাই সিএএ-র বিষয়টি জনসাধারণের সামনে মেলে ধরতে হবে।
প্রসঙ্গত, বাবুলালবাবু বলেন, দক্ষিণবঙ্গের ঠাকুরনগরে ২৬ নভেম্বর সিএএ-র সমর্থনে শান্তনু ঠাকুরের নেতৃত্বে বড় মাপের সমাবেশ হয়েছে। সেখানে তার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। উত্তরবঙ্গেও অনুরূপ সমাবেশের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।
রায়গঞ্জের কলেজপাড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।