রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপস পালের বিরুদ্ধে আইনি বিভাগের শিক্ষার্থীরা সোমবার বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে সাসপেনশন নয়, বহিষ্কার চেয়ে সরব হন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
সূত্রের খবর, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপস পাল বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়। আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে হাজতবাসের নির্দেশ দেওয়া হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর রিপোর্ট এবং বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুট অনুযায়ী অভিযুক্তকে সাসপেন্ড করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল। আইনি বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্তের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ধিক্কার জানান। এছাড়াও তারা ওই অধ্যাপকের সাসপেনশন নয়, বহিষ্কার চান।
এরপর অভিযুক্ত অধ্যাপকের বিষয়ে একটি সভার আয়োজন করা হয় বিশ্ব বিদ্যালয়ের পক্ষ থেকে। সভা শেষে বিশ্ব বিদ্যালয়ের নিবন্ধক দুর্লভ সরকার জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আলাদা করে কমিটি গঠন করে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়।
রায়গঞ্জের বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।