Uttar Dinajpur : উপাচার্য নিয়োগ নিয়ে বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ে

আরও পড়ুন

শিক্ষক দিবসের দিনেও বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। উপাচার্য পদে নিয়োগের পর থেকেই বিভিন্ন অনিয়ম নিয়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। এদিনও তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ অবস্থান করেন। তাদের মূল অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই রাজ্যপাল নিজেই সব বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেছেন। এমনকি উপাচার্যকে পদ্মাচার্য বলেও কটাক্ষ করেন তিনি। এমনকি তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থী-সহ শিক্ষক, শিক্ষাকর্মী কারোরই সমস্যার সমাধান হয়নি। এই সমস্যাগুলির সুরাহা না হওয়া পর্যন্ত লাগাতার বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি তপন নাগ।

অন্যদিকে উপাচার্য দীপক কুমার রায় জানান, বিশ্ববিদ্যালয়ের কাজ সুষ্ঠমতো করার জন্য বিভিন্ন বিভাগে ইতিমধ্যে ডিন নিযুক্ত করা হয়েছে এবং আইনি জটিলতা মেটাবারও চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছেড়ে দেখলে সম্পূর্ণটিই ভিত্তিহীন হবে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close