Raiganj : দেবীতলায় জগন্নাথদেবের বদলে রাধামাধব গেলেন মাসির বাড়ি

আরও পড়ুন

শুক্রবার শুভ রথযাত্রার উপলক্ষে জায়গায় জায়গায় এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রায়গঞ্জের দেবীতলার এই উৎসব অনেকদিনের। দেবীতলার এই রথযাত্রার এক বিশেষ মহত্ব রয়েছে। এখানের রথযাত্রায় প্রভু জগন্নাথদেবের বদলে রাধা-কৃষ্ণের মূর্তি বসানো হয়।

স্থানীয় পুরোহিত রাখাল দাস এই মহত্বের বিষয়ে বলেন, “জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই দিনে তাদের মাসির বাড়ি যান। জগন্নাথদেব ৫৬ রকমের ভোগ সামনে রেখেছিল প্রসাদ পাওয়ার জন্য। সেই ভোগে চাটনি না থাকাতে প্রভু জগন্নাথদেব রথে চড়ে তাঁর মাসির বাড়ি যান। এক এক জায়গায় এক এক রকমের পরম্পরা অনুযায়ী এই পুজো হয়। কোথাও জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা বসেন, আবার কোথাও রাধামাধবকে বসানো হয়। তাই, এখানের পরম্পরা অনুযায়ী রথে রাধামাধবকে বসানো হয়”।

ফোর্টিন টাইমলাইম, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close