রায়গঞ্জের বিপ্লবী ক্লাবের পুজো উদ্বোধন করলেন টলিউডের অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ফিতে কেটে মন্দিরের দ্বার উন্মোচন করেন অভিনেত্রী স্বয়ং। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস, পুরসভার উপ পুর-প্রশাসক অরিন্দম সরকার, ক্লাব সম্পাদক সানকিন দাস-সহ বিশিষ্ট অতিথিবর্গ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করতে অগুনতি মানুষ অভিনেত্রীকে দেখার আশায় অপেক্ষা করছিলেন। তাদের স্বপ্নপূরণ হয়েছে।
রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।