নতুন পদ পেয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ময়দানে নামলেন তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের রায়গঞ্জ ব্লক সভাপতি তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফরিজুদ্দিন শেখ ( ফিরোজ)। সোমবার ফরিজুদ্দিন শেখ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে ভাটোল এলাকায় প্রচার শুরু করলেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পাশাপাশি বাজারের দোকানগুলিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুলক কাজের প্রচার শুরু করলে ফরিজুদ্দিন শেখ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার আগের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য জোর কদমে প্রচারে নেমে পরেছেন তিনি। রায়গঞ্জ ব্লকের মাইনোরিটি সেলের সভাপতি ফরিজুদ্দিন শেখ জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃনমুল কংগ্রেসের যে কেউই প্রার্থী হোক না কেন আমাদের একটাই প্রার্থী তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উন্নয়নমুলক কাজকে প্রচারে হাতিয়ার করে আমি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রাক পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমে পরেছি।