আগামী ২০ এপ্রিল, বৃহস্পতিবার থেকে রায়গঞ্জ বইমেলা শুরু হচ্ছে স্থানীয় করোনেশন হাইস্কুলে। এই মেলা চলবে আগামী ২৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিবারের মতো উত্তর দিনাজপুরের জেলা সদরে রায়গঞ্জ বইমেলা নিয়ে পৃথক উন্মাদনা থেকেই গিয়েছে। এবারও যে রায়গঞ্জ বইমেলা নিয়ে বাড়তি আকর্ষণের হেরফের হবে না তা হলফ করে বলে দেওয়া যায়। বইমেলার দিনক্ষণ ঘোষণা হতেই স্টল নিতে আগ্রহী প্রকাশক,বিক্রেতারা উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলেই জানা গেছে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।