কমলেশ গোস্বামী সম্পাদিত ‘রাইগঞ্জের ইতিহাস’ নামের পরিবর্ধিত তৃতীয় সংস্করণ প্রকাশিত হতে চলেছে আগাীকাল, শনিবার রায়গঞ্জ বিধানমঞ্চে। চৈতন্য সাহিত্য পত্রিকার উদ্যোগে এমন গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আয়োজন করতে চলেছে ‘রাইগঞ্জের ইতিহাস’-এর সম্পাদক মন্ডলী। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হবে।
গ্রন্থ প্রকাশ করবেন কালিয়াগঞ্জ মহাবিদ্যালয় অধ্যক্ষ পীযুষ কুমার দাস, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার, রায়গঞ্জের পুর-প্রসাশক সন্দীপ বিশ্বাস, উপ-পুর প্রশাসক অরিন্দম সরকার বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি সুশীল গোস্বামী, কবি অরুণ চক্রবর্তী, সমাজসেবী বিপ্লব ঘোষ প্রমূখ।
এদিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে নির্বাচিত কবিতা পাঠ করবেন আমন্ত্রিত কবিরা। থাকছে গান এবং আবৃত্তির আসর।
রাইগঞ্জের ইতিহাস নামের গ্রন্থটি ইতিমধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে তা স্থান পেয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করে তাদের বিদ্যার্জনের কাজে লাগাচ্ছেন। রায়গঞ্জের মানুষ এই গ্রন্থটিকে ইতিমধ্যেই ‘রায়গঞ্জের দলিল’ বলতে শুরু করেছেন। আগামী দিনে এই গ্রন্থটির চাহিদা যে উত্তরোত্তর বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য। তবে গ্রন্থসংগ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে উদ্বোধনের দিন গ্রহীতারা ৬০০ টাকা মূল্যের গ্রন্থটিকে মাত্র ৪০০ টাকার বিনিময়ে কেনার সুযোগ পাবেন। এমন একটি আকর্ষণীয় গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই রায়গঞ্জে পৃথক উন্মাদনার সৃষ্টি হয়েছে।
“রাইগঞ্জের ইতিহাস” পরিবর্ধিত সংস্করণ প্রকাশ উপলক্ষ্যে ছয়শত টাকা মূল্যর গ্রন্থটি মাত্র চার শতটাকায় পাওয়া যাবে।