Uttar Dinajpur : গানে-গানে আল্পনায় রাতারাতি সেজে উঠেছে রায়গঞ্জ শহর

আরও পড়ুন

নববর্ষ (Bengali New Year) উপলক্ষে আগেরদিন রাতভর রাস্তায় আল্পনা এঁকে রায়গঞ্জ শহর সাজালো একদল যুবক-যুবতী। গিটার বাজিয়ে খালি গলায় গান গেয়ে সবাইকে মনোরঞ্জন করে গভীর রাতে বর্ষবরণ শুরু হল রায়গঞ্জে।

আজ পয়লা বৈশাখ। পয়লাবৈশাখ মানে বাঙালির রীতি নতুন জামা কাপড়, আর ভরপেট ভুড়িভোজ। তবে শুক্রবার রাতটা ছিল সেই যুবক-যুবতীদের কাছে স্পেশাল। সকাল হলেই যে বাংলার নতুন বছর শুরু। রায়গঞ্জ শহরবাসীকে সুন্দর রাজপথ উপহার দিতে মধ্যরাত থেকে সারারাত জেগে হৈ হুল্লোরে কার্যত উৎসবে মাতল রায়গঞ্জের যুবক যুবতীরা।

রায়গঞ্জ মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে ছোট থেকে বড়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একজোট হয়ে শুক্রবার রাতে রায়গঞ্জের গীতাঞ্জলি সিনেমা হলের সামনে থেকে রাস্তায় বড় বড় আল্পনার কাজ শুরু হয়। এরপর ঘরি মোড়, বিবিডি মোড়-সহ সারারাত চলে শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় আল্পনার কাজ। অঙ্কন শিল্পীদের উৎসাহ দিতে তাদের পাশে গিটার বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত-সহ বাংলা গান গেয়ে তাদের মনোরঞ্জন করেন সঙ্গীত শিল্পীরা। এই আল্পনা আঁকা আর গানে গানেই আগের দিন রাতে নববর্ষ উদযাপিত হয়।উদ্যোক্তাদের দাবি, সকাল হলেই শহরের মানুষ এই রঙীন রাস্তা দেখবেন। আর তাতে সবার মন ভালো হবে। এটাই রায়গঞ্জের মানুষদের দেওয়া সবচেয়ে বড় উপহার হবে বলে তাদের দাবি।

ফোর্টিন টাইমলাইন, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close