রায়গঞ্জ কেনেল ক্লাব পওজিটিভ ওয়ার্ল্ড ও নিউ ফ্রেন্ডস মেডিকেল এর যৌথ উদ্যোগে রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ‘রায়গঞ্জ ডগ শো ২০২২’। রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব মাঠে এই ডগ শো-এর আয়োজন করা হয়। দুই দিনাজপুর-সহ মালদা থেকে প্রায় ১৫০টি পোষ্য সারমেয়দের নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানটিকে নিয়ে দারুণ উন্মাদনা লক্ষ্য করা যায় উদ্যোক্তা-সহ দর্শকদের মধ্যেও। বিভিন্ন প্রজাতির সারমেয়দের সঙ্গে দেশীয় পোষ্য সারমেয়দেরও এখানে দেখা যায়। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর-এর সদস্য সাধন বর্মন, কো-অর্ডিনেটর অনিরুদ্ধ সাহা, প্রদীপ কল্যাণী-সহ বিশিষ্ট সমাজসেবী প্রিয়তোষ মুখোপাধ্যায়-সহ উদ্যোক্তারাও।
ডগ শো-টি একটি প্রতিযোগিতা। তারই পাশাপাশি সারমেয়দের জন্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে।প্রতিযোগিতার শেষে স্থানাধিকারী পোষ্যদের সম্মানিত করা জন্য কাপ ও মেডেলও দেওয়া হয়। এই প্রতিযোগিতা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ চট্টোপাধ্যায়।
রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।