Raiganj : রায়গঞ্জবাসীর মঙ্গল কামনায় প্রবীন রায়গঞ্জ বাসির সাইকেল যাত্রা

আরও পড়ুন

দেশ জুড়ে সদভাবনার প্রচার তথা সমগ্র রায়গঞ্জ বাসীর মঙ্গল কামনায় শুক্রবার সকালে রায়গঞ্জ থেকে ১৫৪০ কিমি পাড়ি দিতে সাইকেল চেপে রওনা দিলেন রায়গঞ্জের প্রবীন নাগরিক দিলীপ কুমার আগরওয়ালা। এদিন সকালে রায়গঞ্জ মিউনিসিপ্যাল বাস টার্মিনাসের সামনে অবস্থিত রাধাকৃষ্ণ মন্দিরে পুজো পাঠ করে শুরু হয় দিলীপ বাবুর সাইকেল অভিযান। সেখান থেকে রায়গঞ্জ গোশালা পর্যন্ত এক পদযাত্রায় সামিল হন বহু সাধারণ মানুষ। জানা গেছে, এই সাইকেল অভিযানে দিলীপ বাবুর ১ মাসেরও বেশি সময় লাগবে। রাজস্থানের খাটুতে রয়েছে শ্রী শ্যামজীর মন্দির। সেখানে গিয়ে পুজো দিয়েই শেষ হবে দিলীপ বাবুর এই সাইকেল অভিযান বলে জানালেন মারোয়ারী যুব মঞ্চের সভাপতি গৌরব আগরওয়ালা। পাশাপাশি, করোনা পরবর্তী পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ যেন সুখে, শান্তিতে বসবাস করতে পারে, ঈশ্বর যেন সকলের প্রতি করুনাময়ী হন, সেই উদ্দেশ্যেই দিলীপ বাবুর এই সাইকেল অভিযান বলে নিজেই জানালেন দিলীপ বাবু। পেশায় হার্ডওয়্যারের ব্যবসায়ী দিলীপ বাবুর এটাই প্রথম এমন সাইকেলে অভিযান। এর আগে কোনোদিন এমন সাইকেল অভিযানে সামিল না হলেও এই যাত্রায় সকলের সহযোগিতা পাবেন বলেই বিশ্বাস সকলের মনে।

রায়গঞ্জ থেকে প্রবল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close