Uttar Dinajpur: সাত দিনের সান্দাকফু অভিযানে রায়গঞ্জের অভিযাত্রীদল

আরও পড়ুন

গিরিশৃঙ্গ সান্দাকফু অভিযানের লক্ষ্যে চললেন রায়গঞ্জের পর্বতপ্রেমী সংস্থা হিমালয়ান মাউন্টেনিয়ার ট্রেকার্স অ্যাসোসিয়েশন ওরফে হিমটা। সংগঠনের তরফে কৌশিক ভট্টাচার্যে খবর জানিয়েছেন। বৃহস্পতিবার আজ রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে এই অভিযাত্রী দলটি রওনা দেয়। তাদেরকে বিদায় অভ্যর্থনা জানান- স্বস্ত্রীক কৌশিক, নিবেদিতা ভট্টাচার্য।

দলনেতা সুজয় ভৌমিক, শুভঙ্কর সমাজদার, উৎসা নট্ট, বীনা রায় ,ঋষি দেওয়া বক্সী-সহ ১০ জনের দলটি সান্দাকফুর উদ্দেশে রওনা দেন। জেলার একমাত্র পর্বতারোহী সংস্থা হিমালয়ের মাউন্টেনিয়ার অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিগত বছরগুলির মতো এবছরও আগ্রহী নবাগত ট্রেকারদের নিয়ে ট্রেকিং পরিকল্পনা করে রায়গঞ্জ থেকে রওনা দেন।

রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close