Uttar Dinajpur : সর্ব ভারতীয় প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে রায়গঞ্জের কোয়েল

আরও পড়ুন

সর্ব ভারতীয় প্রতিযোগিতা তথা ইন্ডিয়াস গট ট্যালেন্ট সিজন ১০-এ সুযোগ পেয়েছে রায়গঞ্জের মেয়ে কোয়েল সাহা। তার এই সাফল্যে অভিভূত পরিবার, পরিজন-সহ সমস্ত রায়গঞ্জবাসী।

সূত্রের খবর, রায়গঞ্জের কাঞ্চনপল্লির বাসিন্দা কোয়েল সাহা বর্তমানে তৃতীয় বর্ষের ছাত্রী। কোয়েলের বাবা গৌতম সাহা পেশায় ব্যবসায়ী, মা ভাগ্য সাহা গৃহবধূ। আর ৫ জন মধ্যবিত্ত পরিবারের মতোই বেড়ে ওঠা কোয়েলের। লেখাপড়ার পাশাপাশি নাচের প্রতি অদম্য ইচ্ছা তার এই সাফল্য এনে দিয়েছে। কোয়েলের কাকা উৎপল সাহা জানান, ছোট থেকেই নাচের প্রতি তার আগ্রহ। তাই তাকে উৎসাহ দিয়ে গেছেন বাড়ির সদস্যরা।

কোয়েলের মা ভাগ্য সাহা মেয়ের এই সাফল্যে অভিভূত। এর আগেও বেশকিছু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন কোয়েল বলে জানিয়েছেন তিনি। এমনকি তার এই সাফল্য অনুপ্রাণিত করবে আগামী ভবিষ্যৎ-কে বলেও তিনি আশাবাদী। রুদ্রপ্রসাদ দাস নামের এক তরুণ কোয়েলের সঙ্গেই নাচের প্রশিক্ষণ নিচ্ছেন। তিনিও ইতিপূর্বে ইন্ডিয়াস গট ট্যালেন্ট সিজন ৯-এ অংশ নিয়েছিলেন।

রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close