Uttar Dinajpur : নয়া শিক্ষাবর্ষে ‘স্টুডেন্টস উইক’ পালন গার্লস প্রাথমিক বিদ্যালয়ের

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষের শুরুতেই ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে ‘স্টুডেন্টস উইক’ উদযাপন। সোমবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকাদের নিয়ে এই সপ্তাহটি উদযাপন করার জন্য একটি গ্রাজুয়েশন সেরেমনির আয়োজন করা হয়। এদিন ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ এবং ২০২২ শিক্ষাবর্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণও করা হয়। এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

বিদ্যালয়ের ছাত্রীদের একটি সুন্দর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুরু করা হয়। সোমবার এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকর্তা সঞ্জয় হাওলাদার এবং এসআই রাকেশ দেবনাথ। তারা দু’জনেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই, ট্রফি ও ফুলের তোড়া তুলে দেন।

উল্লেখ্য, নতুন শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের পাঠক্রমে আনন্দ-পরিসর যুক্ত হয়েছে। তাদের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে একটি চিলড্রেন্স পার্ক তৈরি করা হয়। সেই পার্কের উদ্বোধন করেন জেলা শিক্ষা অধিকর্তা সঞ্জয় হাওলাদার-সহ এসআই রাকেশ দেবনাথ।

বিদ্যালয়ে নিয়মিত আসা, পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদের কাছে যেনও বোঝা না মনে হয় তাই বিদ্যালয়ের পক্ষ থেকে এই প্রয়াস করা হয়। তাদের জন্যে তৈরি করা এই চিলড্রেন্স পার্ক যে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে এসে পড়াশোনার আগ্রহ বাড়িয়ে দেবে বলে আশাবাদী এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান।

রায়গঞ্জের গার্লস প্রাথমিক বিদ্যালয় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close