Uttar Dinajpur : ভর্তির জন্য লটারি সম্পন্ন রায়গঞ্জের গার্লস প্রাথমিক বিদ্যালয়ে

আরও পড়ুন

বুধবার রায়গঞ্জ সদর চক্রের গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক শ্রেণিতে ভর্তির জন্য লটারি সম্পন্ন হয় বিদ্যালয় প্রাঙ্গণে। শিশুর শিক্ষার অধিকার আইন অনুযায়ী এস সি-দের জন্য ২২ শতাংশ, এসটি-দের জন্য ৬ শতাংশ, ওবিসি-র গ্রুপ A-এর ১০ শতাংশ, ওবিসি-র গ্রুপ B-এর ৭ শতাংশ, সিডব্লিউএসএন-এর ৩ শতাংশ ছাত্র-ছাত্রীদের সংরক্ষিত সিট রেখে বাকি জেনারেল গ্রুপ-এর ছাত্র-ছাত্রীদের নির্বাচন হয়। ২০১৭ সালে জন্ম তারিখ ধরে পাঁচ বছর বয়সী ৫০০ মিটারের মধ্যে স্থায়ী বাসিন্দা ছাত্র-ছাত্রীদের গত ১৭ তারিখ শনিবার ভর্তির ফর্ম দেওয়া হয়েছিল দুদিন স্কুটনির পর আজ সকল অভিভাবক অভিভাবিকা গনের উপস্থিতিতে দুটি সেকশনে ৪০ জন বালক ৪০ জন বালিকা মোট ৮০ জনের সিলেকশন হল বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। ক্লাসের রোল নাম্বার ঠিক করার জন্য খুব শীঘ্রই সিলেক্টেড ছাত্র-ছাত্রীদের ১০ নম্বরের মৌখিক অথবা লিখিত টেস্ট নিয়ে নেওয়া হবে যা আগামী শিক্ষা বর্ষের পঠন পাঠনে জন্য খুব গুরুত্ব পূর্ণ হবে।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close