সাংবাদিক নিগ্রহের ঘটনার পর মামলা লঘু করতে প্রভাব খাটানোর অভিযোগে রায়গঞ্জ থানার এস আই মোঃ মুর্তাজাকে সরানো হল । ছুটিতে পাঠানো হ’ল রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেনকেও। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের এহেন সদর্থক ভূমিকার প্রেক্ষিতে আপাতত আন্দোলন স্থগিত করল উত্তর দিনাজপুর প্রেসক্লাব। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে আন্দোলন স্থগিত রাখার কথা ঘোষণা করেন উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র।
প্রসঙ্গত, গত ১৫ জুন, বুধবার রায়গঞ্জের কাচিমোহাতে খবর সংগ্রহ করতে গিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এ কর্মরত দেবব্রত রায় নামেরএক পুলিশ কনস্টেবলের হাতে আক্রান্ত হয়েছিলেন এবিপি আনন্দ-র সাংবাদিক সুদীপ চক্রবর্তী-সহ পাঁচজন। এদের মধ্যে দু’জনকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মী দেবব্রত রায়-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও রায়গঞ্জ থানার পুলিশ উদ্দেশ্য-প্রণোদিতভাবে মামলা লঘু করে অভিযুক্ত দেবব্রত রায়কে আদালত থেকে জামিন পাইয়ে দিতে সহায়তা করে বলে অভিযোগ। পুলিশের এমন নক্কারজনক ভূমিকায় সংবাদ মাধ্যমই পুলিশের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল বলে অভিযোগ তোলেন উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা।
উল্লেখ্য, গত ১৮ জুন, শনিবার রায়গঞ্জের ঘড়িমোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন, জেলার সাংবাদিকদের এক প্রতিনিধিদল শিলিগুড়ির উত্তরকন্যায় যথাক্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে স্মারকলিপি প্রদান করেছিলেন উত্তরবঙ্গ সিকিমের সাংবাদিক অ্যাসোসিয়েশনের সম্পাদক অংশুমান চক্রবর্তী। এরপর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে অভিযুক্ত কনস্টেবল দেবব্রত রায়কে সাসপেন্ড করা হয়। রবিবার, ১৯ জুন রায়গঞ্জের সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর প্রেস ক্লাবের তরফেও ‘পেন ডাউন ‘ কর্মসূচি পালন করা হয় ।
এত কিছুর পরেও সাংবাদিক নিগ্রহের ঘটনা নিয়ে রায়গঞ্জ থানার পুলিশের ভূমিকা এবং অসহযোগিতার প্রতিবাদে আন্দোলন জারি রাখে উত্তর দিনাজপুর প্রেসক্লাব। সোমবার রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার আলোচনা সাপেক্ষে সাংবাদিকদের ওপর আক্রমণের পাশাপাশি পরবর্তীতে পুলিশের প্রভাব খাটানোর বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দেন।
এরপরই উত্তর দিনাজপুর প্রেসক্লাব সাময়িকভাবে তাদের আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র। তিনি আর কি কি বলছেন শুনব –