বাস শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল রায়গঞ্জ-মালদা বেসরকারি যান চলাচল। বেসরকারি বাস না চলায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ যাত্রীরা। শ্রমিকদের এধরনের হঠকারী সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ। বিষয়টি নিয়ে সরকারি হস্তক্ষেপ দাবি করছেন রায়গঞ্জ বেসরকারি বাস মালিক ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন।
সূত্রের খবর, সোমবার দুপুরে রায়গঞ্জ বেসরকারি বাস ষ্ট্যান্ড থেকে মালদাগামী একটি বেসরকারি বাস বের হওয়ার সময় এক ট্রেকার চালক সেই বাসটিকে আটকে দিয়ে বাসের শ্রমিককে মারধোর করে বলে অভিযোগ। প্রতিবাদে ক্ষুব্ধ মালদার বেসরকারি বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন।যে সমস্ত মালদার বাস ষ্ট্যান্ডে ছিল তারা যাত্রী না তুলে খালি গাড়ি মালদায় নিয়ে যান। যাবার সময় রায়গঞ্জ থেকে কোনও বাস মালদায় চলাচল না করে সেব্যাপারেও মালিক পক্ষকে জানিয়ে দেন। গতকালের এমন ঘটনার পর আজ, মঙ্গলবার সকাল থেকেই কোনও বেসরকারি বাস রায়গঞ্জ মালদা এবং মালদা-রায়গঞ্জ রুট-এ চলাচল করেনি। আচমকা বেসরকারি বাস বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। রায়গঞ্জ বাস মালিক ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, বাস শ্রমিক সংগঠনের সিদ্ধান্তে রায়গঞ্জ মালদাগামী রুট -এ সমস্ত বাস বন্ধ আছে। রায়গঞ্জ এবং মালদা দুই জেলার শ্রমিক সংগঠনের নেতারা আলোচনা করে বিষয়টি নিয়ে দ্রুত নিস্পতির দাবি করেছেন। এই আন্দোলন বেশি দূর গড়ালে বাস মালিকরা ক্ষতির মুখে পড়বেন।
রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।