আইএনটিটিইউসি-র পক্ষ থেকে রেলস্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হল। অভিযোগ, রেলওয়ে স্টেশনের পক্ষ থেকে হকারদের উচ্ছেদের দাবি জানানো হয়েছে। আইএনটিটিইউসি দাবি, স্টেশনের হকারদের স্থায়ী ব্যবস্থা না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। টাউন আইএনটিটিইউসি-র তারাপদ দাস জানান, বিশ্বস্তসূত্রে তারা জানতে পেরেছেন, যারা স্থায়ী হকার রয়েছেন, তাদের উচ্ছেদ করবে রায়গঞ্জ রেলস্টেশন কর্তৃপক্ষ। তাদের দাবি- হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করা যাবে না। এই উচ্ছেদের বিপক্ষেই ডেপুটেশন জমা দেওয়া হয় রায়গঞ্জ স্টেশন ম্যানেজার রাজু কুমারের কাছে। হকার উচ্ছেদ নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার নিরসন হয় কি না সেটাই এখন দেখার।
Raiganj : হকার উচ্ছেদের দাবিতে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি
- Advertisement -