অধ্যয়নমূলক ভ্রমণও শিক্ষাগ্রহণের একটি অঙ্গ। এই অধ্যয়নমূলক শিক্ষাগ্রহণের জন্য সোমবার রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে ভূগোলের ছাত্রদের নিয়ে স্থানীয় শিয়ালমণি ফরেস্টে যাওয়া হয়। সেখানে আগত ছাত্রদের গাইড হিসেবে উপস্থিত ছিলেন ভূগোল বিভাগের শিক্ষক বিশ্বজিৎ রায়। এদিন এই ছাত্রদের বিভিন্ন গাছ, গাছেদের উপকারিতা তথা ঔষধি গুণ সহ- বিভিন্ন পতঙ্গকে হাতে কলমে সনাক্ত করানো হয়। তারা প্রত্যেকে আশাবাদী এই ধরনের ভ্রমণ আগামীতে তাদের শিক্ষায় অনেকটাই কাজে দেবে। বিদ্যালয়ের ছাত্ররা যে যথেষ্ট উচ্ছ্বসিত সেটা তাদের কথাতেই স্পষ্টভাবে এদিন বোঝা যায়।
রায়গঞ্জের শিয়ালমণি ফরেস্ট থেকে প্রবল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।